প্রকাশিত: Tue, Dec 19, 2023 12:46 AM
আপডেট: Wed, Jul 2, 2025 11:00 AM

[১]মির্জা ফখরুল ও আমীর খসরুকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড আবেদন না মঞ্জুর করে এই আদেশ দিয়েছেন।

[৩] এর আগে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদের পক্ষে করা জামিনের আবেদন না মঞ্জুর করেন আদালত।

[৪] রিমান্ড শুনানির জন্য  সোমবার দুপুর ১.১০ মিনিটে মির্জা ফখরুল ও আমীর খসরুকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়।  আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম, আমাদের নতুন সময়’কে এই তথ্য দিয়েছেন।

[৫] ১৪ ডিসেম্বর, ২০২৩ মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপ-পরিদর্শক সুমিত কুমার সাহা তাদেরকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। সম্পাদনা: সমর চক্রবর্তী